পরিকল্পনা শাখা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অন্যতম গুরূত্বপূর্ণ শাখা যা রাজউকের অন্যতম প্রধান একটি কার্যাবলী তথা পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের সাথে জড়িত। ১৫২৮ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ঢাকা মহানগরীর ভবিষ্যত উন্নয়নে পরিকল্পনা শাখা পরিকল্পনা প্রণয়নের পাশাপাশি নীতি নির্ধারণী কাজের সাথে জড়িত। ফলে ১৯৫৯ সালে প্রণীত ঢাকার প্রথম মাস্টার প্ল্যান থেকে শুরু করে বর্তমান খসড়া ডিটেইল্ড এরিয়া প্ল্যান (২০১৬-২০৩৫) সমূহ স্বাধীনতা উত্তর ঢাকার উপর চাপ মোকাবেলাসহ রাজধানীবাসীর জন্য উন্নত, বাসযোগ্য নগরী গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
স্বাধীনতা পরবর্তীকালে ঢাকার জন্য প্রথম ২০ বছর মেয়াদী কৌশলগত পরিকল্পনা Dhaka Metropolitan Development Plan (1995-2015) প্রণয়ন করা হয় ১৯৯৫ সালে। উক্ত প্ল্যানের আওতায় দশ বছর মেয়াদী মধ্যবর্তী অঞ্চল পরিকল্পনা Urban Area Plan (1995-2005) এবং পরবর্তীতে ডিটেইল্ড এরিয়া প্ল্যান (২০১০-২০১৫) প্রণয়ন করা হয়।
প্রধান নগর পরিকল্পনাবিদ এর অধীনে পরিকল্পনা সংক্রান্ত দুটি শাখা - ১) নগর পরিকল্পনা ও বাস্তবায়ন শাখা এবং ২) পরিকল্পনা প্রণয়ন শাখা কাজ করে যাচ্ছে।