Wellcome to National Portal
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ মে ২০২১

এক নজরে রাজউক

 

রাজউকের জনবলঃ

রাজউকে সাংগঠনিক কাঠামোতে ৫টি সদস্য পর্ষদের মোট জনবল ১৯৮০।

 

রাজউকের পরিকল্পনাঃ

  • রাজউক যুগোপযোগি পরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়ন করছে এবং একই সাথে উন্নয়ন নিয়ন্ত্রণ করছে। পরিকল্পিত আবাসন খাত বিকাশের লক্ষ্যে নীতিমালা, আইন, কোড ও বিধি সংশোধন/প্রণয়ন বাস্তবায়ন করছে;
  • পরিকল্পিত নগরায়ন, ভূমির সুষ্ঠু ব্যবহার ও উন্নয়ন বিষয়ে দায়িত্ব পালন এবং পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে স্যাটেলাইট টাউন গড়ে তুলছে। নগরায়ন এবং আবাসন সমস্যা সমাধানে বেসরকারি খাতকে সম্পৃক্তকরণের সুযোগ সৃষ্টি করছে;
  • ইমারত নির্মাণ, নকশা অনুমোদন সংক্রান্ত পলিসি প্রণয়ন, নীতি নির্ধারন, বিধিমালা প্রণয়ন, সংস্কার ও বাস্তবায়ন করছে।

 

রাজউকের কার্যক্রমঃ

  • রাজউকের বিভিন্ন চলমান ও ভবিষ্যত প্রকল্পে প্লট/ফ্ল্যাট বরাদ্দ, রেজিস্ট্রেশন, নামজারী, হস্তান্তর, আম-মোক্তার নামা অনুমোদন, সার্ভিস চার্জ আদায় করছে;
  • আভ্যন্তরীন প্রশাসনিক ও আর্থিক কার্যাবলী সম্পাদনসহ সরকার কর্তৃক অর্পিত যে কোন ধরনের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

.

রাজউকের উন্নয়মূলক প্রকল্পঃ

  • রাজউকের উন্নয়নমূলক প্রকল্পের মধ্যে সম্প্রতি ০৪টি প্রকল্প বাস্তবায়ন সমাপ্ত হয়েছে;
  • রাজউকে ১৪ টি উন্নয়ন প্রকল্পের মধ্যে ৬টি নিজস্ব অর্থায়নে, ৬টি জিওবি ও বৈদেশিক সাহায্যভূক্ত, ২টি পিপিপি প্রকল্প বাস্তবায়ন করছে।

 

জিওবি বৈদেশিক সাহায্যভূক্ত প্রকল্পঃ

  • গুলশান-বনানী-বারিধারা লেক উন্নয়ন প্রকল্প;
  • কুড়িল-পূর্বাচল ১০০ ফিট চওড়া খাল খনন ও উন্নয়ন প্রকল্প;
  • আরবান রেজিলিয়েন্স প্রকল্প: রাজউক অংশ;
  • হাতিরঝিল লেকের দূষিত পানি পরিশোধন প্রকল্প;
  • মাদানী এভিনিউ সম্প্রসারণ প্রকল্প ও উত্তরা লেক উন্নয়ন প্রকল্প।

 

নিজস্ব অর্থায়ন প্রকল্পঃ

  • পূর্বাচল নতুন শহর প্রকল্প;
  • উত্তরা আর্দশ আবাসিক শহর (৩য় পর্ব) প্রকল্প;
  • উত্তরা এপার্টমেন্ট প্রকল্প;
  • ঝিলমিল প্রকল্পে আবাসিক ও বাণিজ্যিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প;
  • ঢাকার গুলশান, মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমন্ডিতে ০৯টি পরিত্যাক্ত বাড়িতে এপার্টমেন্ট নির্মাণ প্রকল্প;
  • ডিটেইল্ড এরিয়া প্ল্যান (২০১৬-২০৩৫) প্রণয়ন প্রকল্প।

 

পিপিপি প্রকল্পঃ

  • পূর্বাচল পানি সরবরাহ পিপিপি প্রকল্প;
  • ঝিলমিল রেসিডেন্সিয়াল পার্ক প্রকল্প।

 

সম্প্রতি সমাপ্তকৃত প্রকল্পসমূহঃ

  • বেগুনবাড়ী খালসহ সমন্বিত হাতিরঝিল প্রকল্প;
  • বিজয় স্মরণী সম্প্রসারণ প্রকল্প;
  • গুলশান কার পার্কিং কাম অফিস বিল্ডিং নির্মাণ প্রকল্প;
  • কুড়িল ইন্টারচেঞ্জ (ফ্লাইওভার) প্রকল্প।

 

ভবিষ্যত প্রকল্পসমূহঃ

  • কেরানীগঞ্জ মডেল টাউন প্রকল্প;
  • তুরাগ নদের বন্যা প্রবাহ এলাকা;
  • জলাশয় সংরক্ষণ ও কমপ্যাক্ট টাউনশীপ উন্নয়ন প্রকল্প;
  • পূর্বাচল নতুন শহর হতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত সংযোগ সড়ক প্রকল্প;
  • রাজউক পূর্বাচল হাই রাইজ এপার্টমেন্ট নির্মাণ প্রকল্প;
  • শেখ রাসেল ওয়াটার বেইজ বিনোদন পার্ক প্রকল্প;
  • পুরান ঢাকার আরবান রিডেভেলপমেন্ট প্রকল্প।

 

  সম্প্রতি সমাপ্তকৃত রাজউকের উন্নয়নমূলক প্রকল্পের সুফলঃ

  • স্বল্প ও মধ্যম আয়ের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে উত্তরা ১৮ নং সেক্টরে বাংলাদেশের অন্যতম বৃহত্তম আবাসিক ফ্ল্যাট প্রকল্পে ৬৬৩৬ টি এপার্টমেন্ট নির্মাণ হয়েছে;
  • রাজউকের হাতিরঝিল সমন্বিত প্রকল্পটি জলাবদ্ধতা, জল ও স্থল যোগাযোগ ব্যবস্থার উন্নতি সহ প্রকল্পটি রাজধানী বাসীর জন্যে বিনোদনের স্থান হিসেবে বিবেচিত হচ্ছে;
  • রাজউকের কুড়িল ফ্লাইওভার ঢাকা শহরের যানজট দূরীকরণে বিশেষ অবদান রেখেছে;
  • রাজউকের কুড়িল-পূর্বাচল লিংক রোড, মাদানী এভিনিউ ঢাকা শহরের পূর্ব-পশ্চিম যোগাযোগ ব্যবস্থায় রেখেছে বিশেষ অবদান।

 

   পূর্বাচল নতুন শহর প্রকল্পঃ

  • পূর্বাচল নতুন শহর প্রকল্পটি ঢাকা জেলার খিলক্ষেত থানার ১৫০ একর, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ৪৫৭৭.৩৬ একর এবং গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ১৫০০ একর জমিসহ সর্বমোট জমির পরিমান ৬২২৭.৩৬ একর;
  • পূর্বাচল নতুন শহর প্রকল্পের অনুমোদিত আরডিপিপি ব্যয় ৭৭৮২১৪.৫৭ লক্ষ;
  • প্রকল্পটির বাস্তবায়ন মেয়াদকাল ১৯৯৫ - ডিসেম্বর, ২০২১;
  • প্রকল্পটির আবাসিক প্লটের সংখ্যা ২৬২১৩ টি (৩ কাঠা-৩৩,২০৯ টি, ৫ কাঠা-১০৩৬১ টি, ৭.৫ কাঠা-২৬১৮ টি, ১০ কাঠা-২০২৫ টি);
  • মূল অধিবাসী ও সাধারণ ক্ষতিগ্রস্ত ক্যাটাগরীতে ইতোপূর্বে বরাদ্দকৃত প্লটের সংখ্যা ৬৪২৪ টি;
  • সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত মূল অধিবাসী ও সাধারণ ক্ষতিগ্রস্ত ক্যাটাগরীতে নতুন বরাদ্দকৃত প্লটের সংখ্যা ১৪৪০ টি;
  • প্রাতিষ্ঠানিক প্লটের সংখ্যা ৪৭২ টি;
  • বাণিজ্যিক প্লটের সংখ্যা ১০৩৩ টি;
  • শিক্ষা প্রতিষ্ঠান ও আরবান ফ্যাসিলিটিজ প্লটের সংখ্যা ২০৪৩ টি;
  • এপার্টমেন্ট ব্লক ১৫ টি।
  • প্রকল্পের উল্লেখযোগ্য স্থাপনাঃ
  • পূর্বাচল নতুন শহর প্রকল্পের ৪ নং সেক্টরে প্রায় ২৬ একর জমিতে Export Processing Bureau (EPB) এর তত্ত্বাবধানে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টার (বিসিএফইসি) টি নির্মিত হয়েছে;
  • প্রকল্পের ১ নং সেক্টরে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে বিসিবিকে জমি বরাদ্দ প্রদান করা হয়েছে;
  • প্রকল্পের ১৯ নং সেক্টরে আইকনিক টাওয়ার নির্মাণের জন্য Consortium of PowerPac Holdings Ltd. and Kajima Corporation কে জমি বরাদ্দ প্রদান করা হয়েছে।

 

  • অর্জনঃ

পূর্বাচল নতুন শহর প্রকল্পটি 2019 Asian Townscape Jury's Award অর্জনের মাধ্যমে বর্হিঃবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon