Wellcome to National Portal
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd ডিসেম্বর ২০২০

পরিকল্পনা প্রনয়ন শাখার কার্যাবলী

রাজউকের মাস্টার প্ল্যান/ মহাপরিকল্পনাসমূহ

 

মহাপরিকল্পনা ও বিশদ অঞ্চল পরিকল্পনা প্রণয়ন-

 

পরিকল্পিত বিকাশের জন্য  ২০ বছর মেয়াদি ঢাকা শহরের প্রথম মাস্টার প্ল্যানটি  প্রস্তুত করা হয়েছিল ৩২০ বর্গমাইল (৮২০ বর্গকিমি) এলাকাতে ১৯৫০-৬০ সালে যা ৫৯ এর মাস্টার প্ল্যান নামে পরিচিত । কিন্তু ১৯৭১ সালে স্বাধীনতার পর ঢাকাকে বাংলাদেশের রাজধানী ঘোষণা করা হলে পরিকল্পনাটির জন্য পূর্বের গৃহীত সকল ধারণা/ প্রস্তাবনা পরিবর্তিত পরিস্থিতির সাথে সামঞ্জস্য পূর্ণ ছিলনা যার ফলে শহরটি মূলত স্বতঃস্ফূর্ত ভাবে বেড়ে উঠতে শুরু করেছিল।  দুর্ভাগ্যবশত এটি সম্পূর্ণ বাস্তবায়িত হয়নি। ১৯৯৫ এ দ্বিতীয় মাস্টার প্ল্যানটি 'ঢাকা' মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যান (ডিএমডিপি) ১৫২৮ বর্গ কিমি (৫৯০ বর্গমাইল) নিয়ে একটি নতুন পদ্ধতি এবং বিদ্যমান সামাজিক প্রেক্ষাপটের দৃষ্টিকোণ নিয়ে তৈরি করা হয়েছিল। কাঠামো পরিকল্পনা, নগর এলাকা পরিকল্পনা এবং বিশদ ঞ্চল পরিকল্পনা (DAP) যা বিভিন্ন শহুরে কৌশল, নীতি ও উন্নয়ন প্রোগ্রাম গুলিকে অন্তর্ভুক্ত করা হয়। এটি পরিকল্পনা, নির্দেশিকা কৌশল, পরিকল্পনার নিয়ম এবং উন্নয়ন নিয়ন্ত্রণ পদ্ধতি প্রদান করেছে।

 

ডিটেইল্ড এরিয়া প্ল্যান (২০১০-২০১৫) এর অনলাইন ম্যাপঃ

নগর পরিকল্পনা শাখা হতে অনলাইন পদ্ধতিতে জিআইএস ভিত্তিক ড্যাপ (২০১০-২০১৫) এর ম্যাপ সর্বসাধারণের জন্য অবমুক্ত করা হয়েছে। ফলে যে কোন ব্যক্তি যে কোন জায়গা থেকেই কম্পিউটার ও ইন্টারনেটের সহায়তায় রাজউক এর ওয়েবসাইট থেকে মৌজা দাগ নম্বর দিয়ে ড্যাপ (২০১০-২০১৫) এর ভূমি ব্যবহার মাপ অবলোকন ও মুদ্রণ করতে পারবেন।