স্থাপত্য শাখা
স্থাপত্য শাখা পরিকল্পনা উইং এর একটি শাখা যা রাজউকের সকল ধরনের স্থাপত্য নকশা প্রণয়ন ও তার বাস্তবায়ন তদারকির কাজ সমূহ করে থাকে। বিগত বছর ও সম্প্রতি সময়ের মধ্যে স্থাপত্য শাখা থেকে নিম্নবর্ণিত কাজ সমূহ সম্পন্ন করা হয়
স্থাপত্য নকশা প্রণয়ন, বাস্তবায়ন ও অন্যান্য দাপ্তরিক কাজের পাশাপাশি বিশেষ দিবস ও সেবা সপ্তাহ পালনের অনুষ্ঠান সমূহতে স্থাপত্য শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একই সাথে চেয়ারম্যান মহোদয়ের পরিকল্পনা উইং এর সাথে মাসিক সমন্বয় সভার চাহিত কাজের তালিকা মোতাবেক স্থাপত্য শাখার কাজগুলো সম্পন্ন করা হয় এবং তা প্রতিবেদন আকারে প্রেরণ করা হয়। এ ছাড়াও স্থাপত্য শাখায় প্রতি মাসে একটি করে আভ্যন্তরীণ সমন্বয় সভা করা হয়ে থাকে যেখানে শাখার চলমান ও সম্পন্য কাজের অগ্রগতির বিষয়ে আলোচনা ও মতামত প্রদান করা হয়।