Wellcome to National Portal
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd জুন ২০২৪

টিওডি প্রকল্প

“Project for Development of Policy and Guidelines for Transit Oriented Development (TOD) along Mass Transit Corridors” -শীর্ষক প্রকল্পের সার সংক্ষেপ

পটভূমিঃ

১০ জুন ২০২১ তারিখে Japan International Cooperation Agency (JICA) এবং বাংলাদেশ সরকারের Authorities concerned of the Government of the People’s Republic of Bangladesh এর মধ্যে Project for Development of Policy and Guidelines for Transit  Oriented Development (TOD) along Mass Transit Corridors শীর্ষক প্রকল্পের বিষয়ে Record of Discussion স্বাক্ষরিত হয় । এতে বাংলাদেশ সরকারের পক্ষে গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় এর অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এর  প্রতিনিধি এবং চেয়ারম্যান, রাজউক এবং জাইকা এর পক্ষে Chief Representative স্বাক্ষর করেন জাপান সরকারের কারিগরি সহায়তা প্রকল্প হিসেবে উক্ত প্রকল্প বাস্তবায়ন করা হবে

লক্ষ্য ও উদ্দেশ্যঃ

টি ও ডি হল এক ধরণের নগর উন্নয়ন, যেখানে পাবলিক ট্রানজিট বা ( মেট্রো ) স্টেশনকে কেন্দ্র হিসাবে বিবেচনা করা হয় এবং কেন্দ্রের চারপাশে মিশ্র জমির ব্যবহার বিকাশ করে ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হয়। এটি স্টেশন কেন্দ্রিক সমন্বিত পরিকল্পনা যার মাধ্যমে ষ্টেশন এলাকায় নগরবাসীর দৈনন্দিন কার্যক্রম, ভবন, যানবাহন অবকাঠামো এবং জন পরিসর (Public Space) প্রভৃতির সমন্বয় সাধন করা হয় যেন অধিক সংখ্যক মানুষের জন-পরিবহণ ব্যবহারের মাধ্যমে পরিবেশ বান্ধব টেকসই নগরায়ন নিশ্চিত করা সম্ভব হয়। সহজ হাঁটার পথ, সাইকেল লেন এবং গণ পরিবহনের মধ্যে সংযোগ সাধন, এবং শহরের বাকি স্থানের সাথে সমন্বয় করা এর অন্যতম উদ্দেশ্য।

এ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে ট্রানজিট ভিত্তিক উন্নয়ন (TOD) ধারণা বাস্তবায়নে সহায়ক পলিসি এবং নীতিমালা তৈরি করা হবে। এতে পাইলট প্রকল্প এলাকার ধারণাগত (concept plan) এবং মডেল আরবান ডিজাইন প্রস্তুত করা হবে যা TOD নীতিমালা তৈরিতে সহায়ক হবে।

প্রকল্পের মেয়াদঃ জুলাই ২০২১ থেকে জুন ২০২৪

প্রকল্পের অগ্রগতিঃ

  • Joint Coordination Committee (JCC) কমিটি ও কারিগরী কমিটিঃ

প্রকল্পের Record of Discussion অনুযায়ী উক্ত প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) মূল সমন্বয়ক (Counterpart) হিসেবে কাজ করবে এবং নীতিমালা মন্ত্রনালয় কর্তৃক অনুমোদন করা হবে। জাইকা এর সাথে সম্পাদিত ও স্বাক্ষরিত Record of Discussion অনুযায়ী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এর সভাপতিত্বে  ১৬ সদস্য বিশিষ্ট JCC কমিটি গঠন করা হয়েছে। এর মূল কাজ সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে সমন্বয় সাধন ।

  • বিগত ২৭ এপ্রিল ২০২২ তারিখে অনুষ্ঠিত JCC সভার সিদ্ধান্ত অনুযায়ী, ‘উত্তরা সেন্টার ষ্টেশন’ এবং ‘গাবতলি’ এই দুটি ষ্টেশন এলাকায় পাইলট প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। বর্তমানে ‘উত্তরা সেন্টার ষ্টেশন’ এলাকার কনসেপ্ট প্ল্যান প্রণয়নের কাজ চলমান রয়েছে। উক্ত ষ্টেশন এলাকায় রাজউক এবং ডিএমটিসিএল এর জমি রয়েছে। উত্তরা সেন্টার ষ্টেশন এলাকায় অবস্থিত TOD জোন এলাকায় উত্তরা ৩য় পর্ব প্রকল্প এলাকার (মাস্টার প্ল্যান অনুযায়ী), রাজউকের কেন্দ্রীয় বানিজ্যিক এলাকা (CBD), এপার্টমেন্ট ব্লক বি সি এবং ডিএমটিসিএল কে বরাদ্দকৃত প্রায় ২৮ একর জায়গা রয়েছে উক্ত এলাকায় TOD প্রকল্প-এর মাধ্যমে সমন্বিত বাস্তবায়নযোগ্য পরিকল্পনা করা সম্ভব। এর মাধ্যমে পরিকল্পিত হাটাপথ, (Pedestrian network), মিশ্র ব্যবহার এবং খালের নেটওয়ার্ক ব্যবহার করে জল কেন্দ্রিক উন্নয়নেরও সুযোগ রয়েছে।
  • প্রকল্পের বিস্তারিত বিষয়ে আলোচনা ও কর্মপন্থা নির্ধারণে রাজউক, ডিএমটিসিএল, ঢাকা উত্তর ও দক্ষিন সিটি কর্পোরেশন, ডিটিসিএ, ডিএমপি, বিআরটিএ এবং বিআরটিসি-এ এর প্রতিনিধি সমন্বয়ে ৩ টি কারিগরি কমিটি এবং গাবতলী ও উত্তরা সেন্টার এলাকার জন্য দুইটি বিশেষ কারিগরি কমিটি কাজ করছে।

 

  • প্রকল্পের ১ম ২য় সেমিনার অনুষ্ঠিতঃ
  • প্রথম সেমিনার গত ১৫ মার্চ, ২০২২ খ্রিঃ তারিখে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। হাইব্রিড এই সেমিনার একই সাথে ভ্যেনু এবং অনলাইন মাধ্যমে অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি রাজউক এর মাননীয় চেয়ারম্যান (সচিব) জনাব এ বি এম আমিন উল্লাহ নুরী সহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তা, জাইকা টিম, সকল অংশীজন প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সেমিনারে TOD এর Concept, জাপানে TOD Development এর বিভিন্ন দিক এবং ঢাকা ক্ষেত্রে TOD Development এর Challenges ইত্যাদি বিষয় নিয়ে  উপস্থাপনা প্রদান করা হয়। আশাবাদ করা হয় যে, বাংলাদেশে Transit Oriented Development ধারনাটি নতুন বিধায় টিওডি সম্পর্কিত নীতিমালা এবং নির্দেশিকাগুলি প্রণয়ন করা দরকার যাতে টিওডির স্টেকহোল্ডাররা সেগুলি কাজে লাগাতে পারে এবং এমআরটি স্টেশনগুলির সাথে টিওডি বাস্তবায়নের বিষয়টি সমন্বয় করতে পারে যা ভবিষ্যতে ঢাকা শহরের যানজট নিরসনে গুরত্বপূর্ন ভূমিকা পালন করবে। প্রকল্পের দ্বিতীয় সেমিনার গত ০১ জুন, ২০২৩ খ্রিঃ তারিখে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

 

  • এছাড়া প্রকল্পের কাজ সমন্বয়ের লক্ষ্যে কারিগরি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ, এবং অংশীজন ছাড়াও ইতোমধ্যে মেয়র, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং এমডি, ঢাকা মেট্রো রেল কোঃ লিঃ এর সাথে পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে।