Wellcome to National Portal
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ সেপ্টেম্বর ২০২২

রাজউক সম্পর্কে

 

১৯৫৩ সালে প্রণীত The Town Improvement Act, 1953 (East Bengal Act) (Act No. XIII of 1953) আইনের আওতায় ১৯৫৬ সালে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাসমূহের উন্নয়ন ও পরিবর্ধনের বিশেষ ক্ষমতা নিয়ে সর্ব প্রথম ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট (ডিআইটি) প্রতিষ্ঠিত হয়। ট্রাস্টি বোর্ডের অধীনে পরিচালিত তৎকালীন ডিআইটি পরবর্তীতে ১৯৮৭ সালে উক্ত আইন সংশোধনের মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজউক হিসেবে পরিবর্তিত  হয়। ১৯৮৭ সালে রাজউকের অধিক্ষেত্র সাভার, কেরানিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর ও অন্যান্য এলাকায় ৫৯০ বর্গমাইল বা ১৫২৮ বর্গ কি.মি. ব্যাপী বিস্তৃত হয়।

 

১৯৫৯ সালে ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট (ডিআইটি) কর্তৃক সর্ব প্রথম ঢাকার মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়। এই প্ল্যানের আওতায় প্রাথমিকভবে ২২০ বর্গমাইল এলাকা অন্তর্ভূক্ত ছিল যা পরবর্তীতে ৩২০ বর্গমাইলে উন্নীত করা হয়। ১৯৯৫ সালে ঢাকা মেট্রোপলিটন উন্নয়ন পরিকল্পনা (DMDP) এর আওতায় ৫৯০ বর্গমাইল এলাকার কৌশলগত পরিকল্পনা এবং ২০১০ সালে ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) প্রনয়ন করা হয়। বর্তমানে চেয়ারম্যান এবং পাঁচ জন সদস্য পর্ষদের পরিচালনায় রাজধানী ঢাকা ও এর আশেপাশের রাজউক অধিভুক্ত শহরাঞ্চল ও গ্রামীণ এলাকার পরিকল্পিত উন্নয়ন ও নগর ব্যবস্থাপনার জন্য রাজউক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

রাজউকের জনবলঃ

রাজউকের সাংগঠনিক কাঠামোতে ১ (এক) জন চেয়ারম্যান এবং ৫ (পাঁচ) জন সদস্য পর্ষদের আওতায় মোট জনবল ১৯৮০।

 

রাজউকের কার্যক্রমঃ

  • যুগোপযোগী পরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়ন করা। এছাড়া পরিকল্পিত উন্নয়ন নিশ্চিতের লক্ষ্যে মহাপরিকল্পনা, আইন, কোড ও বিধি প্রণয়ন/পরিমার্জন করা।
  • পরিকল্পিত নগরায়ন, ভূমির সুষ্ঠু ব্যবহার ও বিধি মোতাবেক ভবন নির্মাণ নিশ্চিতকরণের লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করা।
  • ঢাকা নগরীর আবাসন সমস্যা সমাধানে পরিকল্পিত আবাসিক এলাকা ও স্যাটেলাইট টাউন গড়ে তোলা, বিধি অনুযায়ী বেসরকারি আবাসন প্রকল্প সমূহের অনুমোদন প্রদান ও তদারকি কার্যক্রম গ্রহণ করা।
  • ইমারতের ভূমি ব্যবহার ছাড়পত্র, নির্মাণ অনুমোদনপত্র ও অকুপেন্সী সার্টিফিকেট প্রদান করা। ইমারতের নকশা অনুমোদন সংক্রান্ত নীতি নির্ধারণ, বিধিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা।
  • বিভিন্ন সরকারি দপ্তর/অধিদপ্তর/কর্তৃপক্ষ এবং উন্নয়ন অংশীদারদের সাথে সমন্বয়পূর্বক যৌথ উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা।
  • রাজউকের বিভিন্ন প্রকল্পে প্লট/ফ্ল্যাট বরাদ্দ, রেজিস্ট্রেশন, নামজারী, হস্তান্তর, আম-মোক্তার নামা অনুমোদন করা।
  • অভ্যন্তরীণ প্রশাসনিক ও আর্থিক কার্যাবলী সম্পাদনসহ সরকার কর্তৃক অর্পিত যে কোন ধরনের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা।

 

 

 

রাজউকের উন্নয়মূলক প্রকল্পসমূহঃ

রাজউক বর্তমানে নিজস্ব অর্থায়নে ৬ (ছয়) টি, জিওবি ও উন্নয়ন অংশীদারদের সাথে ৭ (সাত) টি, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে ২ (দুই) টি প্রকল্প বাস্তবায়ন করছে।

 

সমাপ্তকৃত প্রকল্পসমূহঃ

  • বেগুনবাড়ী খালসহ সমন্বিত হাতিরঝিল প্রকল্প (জুলাই ২০০৭ – জুন ২০১৯);
  • বিজয় সরণী সম্প্রসারণ প্রকল্প (জুলাই ২০০৭ – জুন ২০১০);
  • গুলশান কার পার্কিং কাম অফিস বিল্ডিং নির্মাণ প্রকল্প (জুন ২০০৭ – জুলাই ২০১২);
  • কুড়িল ইন্টারচেঞ্জ (ফ্লাইওভার) প্রকল্প (জুলাই ২০০৯ – জুন ২০১৩);

 

সম্প্রতি সমাপ্তকৃত রাজউকের উন্নয়নমূলক প্রকল্পের সুফলঃ

  • স্বল্প ও মধ্যম আয়ের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে উত্তরা ১৮ নং সেক্টরে বাংলাদেশের অন্যতম বৃহত্তম আবাসিক ফ্ল্যাট প্রকল্পে ৬৬৩৬টি এপার্টমেন্ট নির্মাণ করা হয়েছে;
  • রাজউকের হাতিরঝিল সমন্বিত প্রকল্পটি জলাবদ্ধতা, জল ও স্থল যোগাযোগ ব্যবস্থার উন্নতিসহ প্রকল্পটি রাজধানীবাসীর বিনোদনের প্রথম পছন্দ হিসেবে বিবেচিত হচ্ছে;
  • রাজউকের কুড়িল ফ্লাইওভার ঢাকা শহরের যানজট দূরীকরণে বিশেষ অবদান রেখেছে;
  • রাজউকের কুড়িল-পূর্বাচল লিংক রোড, মাদানী এভিনিউ ঢাকা শহরের পূর্ব-পশ্চিমে যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে।

 

নিজস্ব অর্থায়ন প্রকল্পঃ

  • পূর্বাচল নতুন শহর (ইউসুফগঞ্জ) প্রকল্প (জুলাই ১৯৯৫ – জুন ২০২২);
  • উত্তরা আর্দশ আবাসিক শহর (৩য় পর্ব) প্রকল্প (জুলাই ১৯৯৯ – জুন ২০২২);
  • ঢাকাস্থ উত্তরার ১৮ নং সেক্টরে নিম্ন ও মধ্য আয়ের জনগোষ্ঠীর জন্য এপার্টমেন্ট ভবন নির্মাণ (১ম সংশোধিত) প্রকল্প (নভেম্বর ২০১১ – জুন ২০২২);
  • ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকার আবাসিক ও বাণিজ্যিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (জুলাই ২০১৭ – জুন ২০২১);
  • ঢাকার গুলশান, মোহাম্মদপুর, লালমাটিয়া ও ধানমন্ডি এলাকার ০৯ টি পরিত্যক্ত বাড়ীতে বহুতল এপার্টমেন্ট ভবন নির্মাণ প্রকল্প (অক্টোবর ২০১৮ – জুন ২০২২);
  • Preparation of Detailed Area Plan (2016-2035) for DMDP Area (মার্চ ২০১৪ – ডিসেম্বর ২০২১);

 

 

 

 

জিওবি  বৈদেশিক সাহায্যভূক্ত প্রকল্পঃ

  • গুলশান-বনানী-বারিধারা লেক উন্নয়ন প্রকল্প (এপ্রিল ২০১০ – জুন ২০১৯);
  • কুড়িল-পূর্বাচল লিংক উভয় পাশে (কুড়িল হতে বালু নদী পর্যন্ত) ১০০ ফুট চওড়া খাল খনন ও উন্নয়ন প্রকল্প (সেপ্টেম্বর ২০১৫ – ডিসেম্বর ২০২১);
  • আরবান রেজিলিয়েন্স প্রকল্প: রাজউক অংশ (জুলাই ২০১৫ – এপ্রিল ২০২২);
  • হাতিরঝিল লেকের দূষিত পানি পরিশোধন প্রকল্প (জুলাই ২০১৮ – জুন ২০২০);
  • মাদানী এভিনিউ হতে বালু নদী পর্যন্ত (মেজর রোড ৫ক) সড়ক নির্মাণ (প্রথম পর্ব) (আগস্ট ২০১৮ – জুন ২০২৩);
  • উত্তরা লেক উন্নয়ন প্রকল্প (জুলাই ২০১৪ – জুন ২০১৯); (প্রস্তাবিত সংশোধিত জুলাই ২০১৪ – জুন ২০২২);
  • Project for Development of Policy and Guideline for Transit Oriented Development Along Mass Transit Corridors (জুলাই ২০২১ – জুন ২০২৪);
  • ঢাকা আরবান রিজেনারেশন প্রকল্প (জুন ২০২২ – জুন ২০২৪);

 

পিপিপি প্রকল্পঃ

  • পূর্বাচল পানি সরবরাহ পিপিপি প্রকল্প;
  • ঝিলমিল রেসিডেন্সিয়াল পার্ক প্রকল্প;

 

ভবিষ্যত প্রকল্পসমূহঃ

  • কেরানীগঞ্জ মডেল টাউন প্রকল্প;
  • তুরাগ নদের বন্যা প্রবাহ এলাকা সংরক্ষণ ও কমপ্যাক্ট টাউনশীপ উন্নয়ন প্রকল্প;
  • পূর্বাচল নতুন শহর হতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত সংযোগ সড়ক প্রকল্প;
  • রাজউক পূর্বাচল হাইরাইজ এপার্টমেন্ট নির্মাণ প্রকল্প;
  • শেখ রাসেল ওয়াটার বেইজ বিনোদন পার্ক প্রকল্প;